আইনি ঝামেলায় ইলন মাস্ক

২২ অক্টোবর, ২০২৪ ১১:৪৯  

মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন বিশেষ লটারির মাধ্যমে একজন ট্রাম্প সমর্থককে ১০ লাখ ডলার করে দেয়ার কার্যক্রম শুরু করায় আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। অতিদ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে মাস্কের এসব কার্যক্রম তদন্তের আহ্বান জানিয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর।

খবরে বলা হয়, ট্রাম্প-সমর্থক রাজনৈতিক কার্যক্রম কমিটি 'আমেরিকা প্যাক' এর মাধ্যমে ইলন মাস্ক এসব অর্থ দিচ্ছেন। গত শনিবার (১৯ অক্টোবর) থেকে এই অর্থ দেয়া শুরু হয়।

ইতোমধ্যে দু'জনকে ২০ লাখ ডলারের চেকও বুঝিয়ে দিয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পকে সমর্থনের জন্য 'আমেরিকা প্যাক' কমিটিকে এখন পর্যন্ত কমপক্ষে সাড়ে সাত কোটি ডলার দিয়েছেন তিনি।

ডিবিটেক/বিএমটি